৪২ মানি একচেঞ্জকে শোকজ, ৫টির লাইসেন্স স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৫:০৫ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২২, ০৫:১০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে পাঁচটি মানি একচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার নিয়ে কারসাজি করার অপরাধে তাদের লাইসেন্স স্থগিত করা হয়। বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ ও ফয়েজ মানি এক্সচেঞ্জ এর নাম জানা গেছে। পাশাপা‌শি ৪২টি‌কে শোকজ করা হ‌য়ে‌ছে।

এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হ‌য়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। 

তিনি বলেন, সংকটের এই সময়ে ডলার নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh