স্নাতক পাসে বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ১২:২১ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়। ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রণালয়। ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১)-এর আরটিএপিপিভুক্ত প্রকল্পের মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরির জন্য নির্বাচিত হলে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা:

যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: সর্বসাকুল্যে ১৯,৩০০ টাকা (গ্রেড ১৩)।

চাকরির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত নমুনা অনুযায়ী আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। চাকরির আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি: প্রকল্প পরিচালক, বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১) বরাবর ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১), প্রকল্প দপ্তর (লেভেল-১২, পশ্চিম পার্শ্ব), প্রবাসীকল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২২।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh