মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পেল ১১ রিক্রুটিং এজেন্সি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৮:৫৩ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২২, ০৮:৫৫ এএম

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীরা। ছবি: ফাইল

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীরা। ছবি: ফাইল

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে ১১টি রিক্রুটিং এজেন্সি। গত সোমবার  (১ আগস্ট) এ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে, গত ৩১ জুলাই  একটি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি দেয়া হয়। রিক্রুটিং এজেন্সির নাম আরভিং এন্টারপ্রাইজ (আরএল ০২১৫)।

এর আগে, প্রথম দিন ২৪ জুলাই ৪ টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়া হয়। এজেন্সিগুলো হলো, নিউ এজ ইন্টারন্যাশনাল (আরএল ৭০৩), মেসার্স পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল (আরএল ১২৯৮), গ্রীনল্যান্ড ওভারসীজ ( আরএল ০৪০), মেসার্স আমিয়াল ইন্টারন্যাশনাল ( আরএল ১৩২৬)।

গত ২৫ জুলাই ৩ টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এজেন্সিগুলো হলো, মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনাল (আরএল ৩০১), ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড (আরএল ১৮৭৪), মেসার্স সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেড (আরএল ৬২২)।

২৮ জুলাই ৩ টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়া হয়। এজেন্সিগুলো হলো, মেসার্স আহমেদ ইন্টারন্যাশনাল (আরএল ১১৪৬), বিনিময় ইন্টারন্যাশনাল (৩৫১), আকাশ ভ্রমণ (৩৮৪)।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির মহাপরিচালকে নিয়োগ অনুমতির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh