ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র-কানাডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৯:১০ এএম | আপডেট: ০৫ আগস্ট ২০২২, ০৯:৫৭ পিএম

ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র। ছবি: সংগৃহীত

ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র। ছবি: সংগৃহীত

ভাসানচরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও কানাডা। এর আগে জাতিসংঘ ও জাপান রোহিঙ্গাদের সহায়তা দেবার ঘোষণা দেয়। তাদের সাথেই মূলত যুক্ত হলো যুক্তরাষ্ট্র ও কানাডা। দেশ দুটি ভাসানচরে যুক্ত হওয়ার বিষয়টি ঢাকাকে লিখিতভাবে জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বৃহত্তর সহযোগিতাকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র আমাদের লিখিতভাবে জানিয়েছে। তারা এখন থেকে ভাসানচরে সহায়তা দেবে। কানাডা জানিয়েছে, তারাও ভাসানচরে সহায়তা দেবে।

তিনি আরো বলেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) কার্যক্রম এখনো ভাসানচরে শুরু হয়নি। ফলে ভাসানচরে রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় বাংলাদেশের ওপর একভাবে চাপ পড়ছিল। তাদের এই নতুন সহযোগিতা নিশ্চয়তার মধ্য দিয়ে সেটা অনেকাংশে লাঘব হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh