গাঁজা-ইয়াবাসহ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১২:৩০ পিএম

গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা ইমরানসহ অপর তিন আসামির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শাহাদতের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়।  

আজ শুক্রবার (৫ আগস্ট) সকালে গ্রেপ্তার পাঁচ আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিজপুর ও অর্জুনতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh