এবার ন্যান্সি পেলোসির উপর চীনের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

সতর্কবার্তা উপেক্ষা করে তাইওয়ান সফর করায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার (৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় তার বিরুদ্ধে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারির তথ্য জানায়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বেগজনকভাবে হস্তক্ষেপ করছেন পেলোসি, এতে তিনি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবমূল্যায়ন করেছেন।

এতে আরো বলা হয়, তাইওয়ান সফরের কারণে পেলোসি এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।

তবে নিষেধাজ্ঞার আওতা সম্পর্কে বিস্তারিত জানায়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রতীকী হয়ে থাকে।

প্রসঙ্গত, চীনের সতর্কবার্তা উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ানে যান যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পরপরই তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। একইসাথে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ কর হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh