পাকিস্তানে বন্যায় ৫৪৯ মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ০৯:৫৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারো মানুষ।

আজ শুক্রবার (৫ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরমধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন দেশটির সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তানের নাগরিকরা।

এদিকে বন্যার্তদের সহায়তায় বন্যা কবলিত অঞ্চলে সাহায্য ও ত্রাণ শিবির স্থাপন করেছে সরকারী সংস্থা ও সেনাবাহিনী।

বন্যায় ৪৬, ২০০টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্গত এলাকা পরিদর্শনের পরে বলেন, বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh