বৃষ্টির প্রবণতা বৃদ্ধির আভাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১০:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ঢাকা ও খুলনা বিভাগসহ কয়েকটি জেলায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (৫ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণসহ দেশের অন্যান্য জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টায় সৈয়দপুরে সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী, চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজারের টেকনাফে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh