আজ ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৮:৪৯ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ০৮:৫০ এএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

এই সফরে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তিসহ দুদেশের দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এদিকে ওয়াং ইকে বিমানবন্দরে স্বাগত জানাবেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

পরে ৭ আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই। ৭ আগস্ট তিনি ঢাকা ছেড়ে যাবেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরটিকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগে থেকেই চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্প্রতি তাইওয়ান ঘিরে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh