আরবি কোন উৎসব কোন মাসে পালিত হয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০১:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইসলাম পূর্ব সময় ও হিজরি সাল সূচনার আগে থেকেই আরবরা চন্দ্র মাসের ব্যবহার করতেন। অন্যান্য সালের মতো হিজরি সালেও ১২টি মাস রয়েছে।

সেই হিসাবে ইসলামিক উৎসবগুলো আরবি দিন ও তারিখ মোতাবেক পালন করা হয়ে থাকে। এখন আমরা জানবো কোন উৎসব কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হয়। বা কোন ইবাদত কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পালন করতে হয়।

শবে মিরাজ: রজব মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হয়।

শবে বরাত: শাবান মাসের ১৫ তারিখ।

রমজান: রমজান মাসের প্রথম দিন হতে শেষ দিন পর্যন্ত।

ঈদুল ফিতর: শাওয়াল মাসের ১ তারিখ।

হজ: জিলহজ মাসের ৯ তারিখ।

ঈদুল আযহা: জিলহজ্ব মাসের ১০ তারিখ।

আশুরা: ১০ মহররম।

ঈদে মিলাদুন্নবী: ১২ রবিউল আউয়াল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh