অশ্লীলতার অভিযোগে মালাইকা-উরফির বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৩:০৭ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ০৩:০৮ পিএম

উরফি জাভেদ ও মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

উরফি জাভেদ ও মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

বলিউডে আলোচিত ও সমালোচিত দুটি নাম মালাইকা আরোরা ও উরফি জাভেদ। অভিনব পোশাক পরার কারণে মালাইকা ও উরফি দারুণ জনপ্রিয় হলেও প্রায় সময়ই ট্রলের মুখেও পড়েন। তবে এবার আর ট্রল নয়, তাদেরর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মালাইকা ও উরফির বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি নষ্ট ও অশ্লীলতার অভিযোগ তুলে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

উক্ত সংস্থাটির দাবি, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের উচিত শিক্ষা দেওয়া হোক।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মালাইকাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এতে দেখা যায়, ফ্যাশন শোতে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ মালাইকার বুকে হাত দিয়ে ফেলেন।

অন্যদিকে, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন উরফি। এতে দেখা যায়, শুধুমাত্র চুল দিয়ে তার বুক ঢেকে রেখেছেন তিনি। তার পরনে শুধু একটি নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ। ইতোমধ্যেই উরফির এই ছবি ভাইরাল।

মালাইকা ও উরফি এই ধরনের কীর্তিকেই ভালো চোখে দেখছেন না এই স্বেচ্ছাসেবীর সংস্থার কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh