বিদেশি শ্রমিকদের জন্য আবেদন বন্ধ মালয়েশিয়ায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৮:০০ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ০৮:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন সাময়িক বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া।

গতকাল শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই আবেদনের সুযোগ ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

এক বিবৃবিতে মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কর্মসংস্থান আইন (সংশোধনী)-২০২২ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এই আইন কার্যকর হওয়ার পর বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করার সুযোগ পাবে মন্ত্রণালয়। শুক্রবার মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে এই খবর দিয়েছে মালয় মেইল অনলাইন।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিদেশি শ্রমিকদের জন্য আবেদনের নতুন প্রক্রিয়া আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। এই ব্যাপারে শিগগিরই জানানো হবে। তবে যারা ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করবেন তাদের আবেদন ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে।

এদিকে বারনামার প্রতিবেদনে আরো বলা হয়, গত মার্চে দেশটির সংসদে কর্মসংস্থান (সংশোধনী) আইন-২০২২ পাস হয়। নতুন এই আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এ ছাড়া নতুন আইনটিতে অন্তঃসত্ত্বা শ্রমিকদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh