ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৯:৫৮ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ০৯:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হলো বাংলাদেশের ওপেনার লিটন দাসকে। এ কারণে সিরিজের বাকি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

আজ শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার (৫ আগস্ট) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন। করেছিলেন ৮১ রান। ধারণা করা হচ্ছিল সেঞ্চুরি পূর্ণ করবেন। কিন্তু ৮১ রান করার পরই ডান পায়ের পেশিতে টান লাগে তার। এরপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে।

তখনই বোঝা গিয়েছিল, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হয়তো বা লিটনের চলতি সিরিজে আর খেলা হবে না। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এ তথ্য।

বাংলাদেশ ফিজিও মুজাদ্দেদ আলফাকে উদ্ধৃত করে বিসিবির বিবৃতিতে বলা হয়, আমরা লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির জায়গাটা স্ক্যান করে দেখেছি। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, গ্রেড-২ মাসল স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন তিনি।

এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। আগামীকাল কিংবা পরশু আরও পরীক্ষা-নীরিক্ষা করা হবে এবং তার রিহ্যাবের জন্য পরিকল্পনা নেয়া হবে।

খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৩০৩ রান করে। পরে ব্যাটিংয়ে নেমে সিকান্দার রাজার অপরাজিত ১৩৫ ও ইনোসেন্ট কাইয়ার ১১০ রানে লক্ষ্যে পৌঁছে জিম্বাবুয়ে।

এতে গত আট বছরে টানা ১৯ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ।

চলমান জিম্বাবুয়ে সফরে চোটের কারণে ছিটকে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হলেন লিটন।

গত ৩১ জুলাই হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আঙুলে চোট নিয়ে দেশে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান।

৭ ও ১০ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh