চীন: পেলোসির সফর থামানো উচিত ছিল যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১১:৪৭ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ১১:৫০ পিএম

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি-রয়টার্স

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি-রয়টার্স

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ওয়াশিংটনের থামানো উচিত ছিল বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ

শনিবার (৬ আগস্ট) মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসির সফর ইস্যুতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। 

এদিকে পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালীতে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে চীনের সামরিক বাহিনী।

এমনকি এর জেরে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে চীন।

পেলোসির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসশনাল প্রতিনিধি দল তাইওয়ান সফরের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বেইজিং। এছাড়া পেলোসি ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে দেশটি। 

তাদের অভিযোগ, এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh