লোডশেডিং বন্ধ হবে কবে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৩:৩২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে নিয়ম করে লোডশেডিং শুরু হয়েছে গত মাস থেকে। ভয়াবহ এ সংকট কাটিয়ে আগামী অক্টোবর মাস থেকে আর লোডশেডিং থাকবে না এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।

তিনি বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি।

লোডশেডিং নিয়ে নসরুল হামিদ আরো বলেন, এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে।

তিনি বলেন, এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম হবে। লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh