কমনওয়েলথ গেমসের পর্দা নামছে আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১০:০৫ এএম

কমনওয়েলথ গেমস-২০২২ এর উদ্বোধনী অনেুষ্ঠানের ছবি। ছবি: এএফপি

কমনওয়েলথ গেমস-২০২২ এর উদ্বোধনী অনেুষ্ঠানের ছবি। ছবি: এএফপি

কমনওয়েলথ গেমস-২০২২ এর পর্দা নামছে আজ। গত ২৮ জুলাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এই ক্রীড়া প্রতিযোগিতার ২২তম আসরের পর্দা উঠে। আজ বাংলাদেশ সময় রাত দেড়টায় এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে চায় আয়োজকরা। থাকছে নানা আয়োজন। নানা চমক। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীর দিনেও বার্মিংহামের সব পথ মিলবে আলেকজান্ডারে।

সমাপ্তির দিনে বাংলাদেশের পতাকা বহন করবেন হাইজাম্পার মাহফুজুর রহমান। এদিন লাল-সবুজের কুস্তি, বক্সিং ও অ্যাথলেটিক্স দল মার্চপাস্টে অংশ নেবে। দলের অন্য ডিসিপ্লিনের সদস্যদের কেউ ফিরে গেছেন ঢাকায় কেউবা তুরস্কের কোনিয়ায়। ইসলামিক সলিডারিটি গেমসে অংশে নেওয়ার জন্য।

সমাপনী অনুষ্ঠানে পপ তারকাদের উপস্থিতি দর্শকদের মধ্যে আলোড়ন তুলবে। জনপ্রিয় গায়ক-গায়িকারা থাকছেন আলেকজান্ডারে। সমাপনীতে কী চমক থাকবে তা নিয়ে বেশ রাখঢাক। ২০২৬ আসরের আয়োজক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেয়রের হাতে তুলে দেওয়া হবে গেমসের পতাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh