কওমি শিক্ষা বোর্ডগুলোর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০১:০৮ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: ফাইল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: ফাইল

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে। আজ সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষে জননিরাপত্তা বিভাগের উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আগামী বুধবার (১০ আগস্ট) অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণ করতে অপারগতা জানায় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত কর্তৃপক্ষ আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া।

এর আগে, গত শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অপারগতা জানিয়ে আসে একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার (৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিলেন বোর্ডের অফিস ব্যবস্থাপক অছিউর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh