প্রেম ও যুদ্ধ

জুজানা গিনচানকা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০১:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাঝে মাঝে আশা জাগে,

অন্যদের ভয় হয়, কোথায় কী আছে।

এ জীবন বিস্ময়ে ভরা-

জানি না সামনে কী : যুদ্ধ নাকি ভালোবাসা?


কিছু লক্ষণ বলছে এটা যুদ্ধ :

ধূমকেতুর মতো দৈববাণী যা শুধুই কথাবর্তা

তারা বলছে, এটা প্রেম-ভালোবাসা :

জানো তো, আমার হৃদয়ের এক উষ্ণতম চিন্তা।


মাথার উপর একটা ধূমকেতু জ্বল জ্বল করে জ্বলছে,

খবরের শিরোনামও হুঙ্কার দিয়ে বলছে :

‘এই বসন্তে হবে বেহিসাবি বাসন্তী প্রেম!

না। প্রেম না। এর পরিবর্তে হবে বসন্ত যুদ্ধ!’

ভাষান্তর : নন্ত উজ্জ্বল

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh