গােসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৫:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনা শহরের মােক্তারপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ সােমবার (৮ আগস্ট) দুপুর দুইটার সময় এ ঘটনা ঘটে। 

মৃত শিক্ষার্থীর নাম রাহুল বাসফাের (১৪)। তিনি কাইলাটি রােডের বাসিন্দা নসিব বাসফােরের ছেলে। 

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমদ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মাে. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত মডেল থানার ওসি জানান, জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল বাসফাের সােমবার দুপুর দুইটার সময় তার কয়েক বন্ধুকে নিয় মােক্তারপাড়া এলাকায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুরে গােসল করতে নামে। পুকুর নামার কিছুক্ষণ পর তিনি পানিতে ডুবে যায়। এসময় তার অন্য সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে রাহুলকে উদ্ধার করে জেলা শহরের আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকানা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমদ বলেন, শিক্ষার্থীর লাশ নেত্রকানা আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের সাথে আলাচনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh