বঙ্গবন্ধুকে অবমাননা: বরিশালে শিক্ষক সমিতির সভাপতির কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৯:২৪ পিএম

দণ্ডিত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। ছবি: বরিশাল প্রতিনিধি

দণ্ডিত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। ছবি: বরিশাল প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক বছর কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আজ সোমবার (৮ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল কাদের। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৯ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে প্রধান শিক্ষক শ্রদ্ধা জানাতে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাম হাত দিয়ে তার মুখে ফুল ধরেন।

বিষয়টি ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল বারেকের নজরে আসলে তিনি বাদী হয়ে ২০১৯ সালের ৩ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ এনে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

উক্ত মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh