১০০ করতেই ঘাম ঝরলো বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৩:২৩ পিএম

এনামুল হক বিজয়। ছবি: বিসিবি

এনামুল হক বিজয়। ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করছে বাংলাদেশ। দলীয় ৫০ রান করার আগেই তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ফিরে গেছেন প্যাভেলিয়ানে। কোনো রকেমে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন এনামুল হক বিজয়। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করার পর তিনিও ফিরে গেছেন। নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মনে হয় লজ্জাকেই সঙ্গী করতে যাচ্ছে। ক্রিকেট বোদ্ধারা এমনটাই ধারণা করছেন।

আজ বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে ২৮ ওভারে ১৩৭ রারে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

আউট হওয়ার আগে চারটি চার ও তিনটি ছয়ে অর্ধশতক ছুঁতে ৪৮ বলে খেলেছেন বিজয়।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে খেলেছে তামিম ও বিজয়। দলীয় ৪১ রানে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাঁটা পড়েন তামিম (১৯)। এরপর ক্রিজে এসেই শূন্য রানে ফিরলেন শান্ত। শান্তর পর মুশফিকও ফেরেন শূন্য রানে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরু থেকেই চাপে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের। এদিকে এক ম্যাচ পর দলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh