আফিফ-বিজয়ের ব্যাটে মান বাঁচালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৫:০৩ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২২, ০৫:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তৃতীয় ওয়ানডে আফিফের মারমুখী ব্যাটিংয়ে মান বাঁচিয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে টাইগাররা। আফিফ একাই করলেন ৮৪ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাওয়াশ এড়ানোর মিশনে টস হেরে ব্যাটিয়ে নেমে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় ৮.৩ ওভারে স্কোরবোর্ডে ৪১ রান সংগ্রহ করে উড়ন্ত সূচনার আভাস দিচ্ছিলেন।

কিন্তু নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়লেন টুর্নামেন্টে টানা দুই ফিফটি তুলে নেয়া অধিনায়ক তামিম ইকবাল। তখন দলীয় রান ৪১।

এরপরই উইকেটে এসে থিতু হওয়ার আগে দ্রুত বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। শান্ত গোল্ডেন ডাক ও মুশফিক ডাক মারেন। একই ওভারে এ দুজনকে বিদায় করেন ব্র্যাডলি ইভান্স।

এরপর বাংলাদেশকে চাপমুক্ত রেখে স্কোর এগিয়ে নিচ্ছিলেন এনামুল হক বিজয় ও মাহমুদ উল্লাহ। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ৭১ বলে ৭৬ রানে ফিরলেন বিজয় এবং ৬৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে ফিরলেন রিয়াদ।

এরপর আফিফ- মেহেদীর জুটিতে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু শেষ মুহূর্তে মিরাজকে হারিয়ে ভেঙে যায় এই জুটি।

 

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh