আ. লীগ চুরি করছেই তো করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০১:৫৮ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২২, ০১:৫৯ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ জেগে উঠেছে, পতন অনিবার্য। জনগণের সুনামিতে এ দানব সরকারের পতন হবেই। এখন পেশাজীবীদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। সবচেয়ে বেগ পেতে হচ্ছে মধ্যবিত্তদের। শুধু ক্ষমতায় টিকে থাকতে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এ অবৈধ সরকার। তাদের দুর্নীতিতে নাজেহাল সাধারণ জনগণ।

আজ শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ক্ষমতাসীন সরকার নতুন করে পাঁয়তারা করছে। আগের মতো নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা। ইভিএম জালিয়াতি মেশিন। তাতে জনগণ ভোট দেবেন ধানে, চলে যাবে নৌকায়। 

তিনি আরো বলেন, বিএনপিকে সভা, সমাবেশ করতে দিচ্ছে সরকার। তারা বোঝাচ্ছে গণতন্ত্রসহ সব কিছু আছে দেশে। এটি এক ধরনের প্রতারণা।

মির্জা ফখরুল বলেন, দেশে রির্জাভ কমে গেছে। শ্রীলঙ্কাকে বাহাদুরি করে লোন দিলো। এখন আইএমএফের কাছে লোন চায় সরকার। চুরি, দুর্নীতি করে দেশটাকে শেষ করে দিয়েছে তারা। 

তিনি বলেন, কুইক রেন্টাল নামে চুরি হচ্ছে। জ্বালানি তেল বেশি দামে বিক্রি করছে। সরকার বলছে, বিশ্ববাজারে দাম কমার পর সমন্বয় করবে। তারা চুরি করছে তো করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh