বিবাহবিচ্ছেদ মামলা, আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৭:২৮ পিএম

শিবকুমার ও চিত্রা দম্পতি

শিবকুমার ও চিত্রা দম্পতি

বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন আদালতে সবার সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী। চাঞ্চল্যকর এমন ঘটনার সাক্ষী থাকলো ভারতের কর্ণাটকের একটি আদালত।  

গতকাল শনিবার (১৩ আগস্ট) এ ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

কর্ণাটক পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী শিবকুমার ও ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক। আর ঠিক সেই সময়ই ঘটে যায় এই ঘটনা।

জানা যায়, শুনানির পর আদালতের শৌচালয়ে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। তরুণীর আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। রক্তাক্ত অবস্থায় চিত্রাকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, চিত্রার উভয় ধমনী কেটে গিয়েছিল।

অন্য দিকে, শিবকুমারকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh