মুজিব, তোমাকে যারা ভালোবাসে

খালেদ হোসাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:৫৭ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২২, ১১:০১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যারা ভালোবাসে তারা ছিটকে পড়েছে দূরে দূরে
যারা প্রাণের গভীরে লালন করছে তোমার সত্তার অস্তিত্ব
তারা আজ খুব অস্পষ্ট, ধূসর, সুদূর

এখন মুখোশের জয়জয়কার
তোমার চেতনার দোহাই দিয়ে অনেকেই আত্মকামী
মগ্ন, বিভোর

চেতনার অন্ধকার ঢেকে রাখে তোমার ছবিতে
বিশ্বাস নেই, ভালোবাসা নেই
শুধু মঞ্চ, কেবল তোমার কোট, কেবল পোস্টারে
নিজেকে উজ্জ্বল করে তোলা

তোমার ত্যাগ,
মানুষের জন্য তোমার ভালোবাসা
মেধা ও শ্রমে গড়া তোমার প্রতীতি-
না, ওরা জানে না, শুধু নিতে জানে
ওরা চায় প্রাসাদ ও আত্মপ্রসাদ।

তোমাকে যারা ভালোবাসে
তাদের মনে কোনো বঞ্চনার বেদনা নেই
তারা জানে, তোমার চেতনার এক বিন্দু আলো
থেকে জন্ম নেয় কোটি কোটি সূর্যপিণ্ড
সমস্ত মহাবিশ্ব আলোকিত করে দিতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh