‘বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১২:২৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না। 

আজ সোমবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহিদদের কবর জিয়ারত করার পর একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলে আমরা আলোর সন্ধান পেয়েছি। অন্যথায় এ দেশ অন্ধকারে নিমজ্জিত হতো।

এর আগে আজ সকাল ৭টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বনানী কবরস্থান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh