বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০২:৫৬ পিএম

ঘাটের দুই পারে সংযোগ সড়ক থাকলেও নেই সেতু। ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঘাটের দুই পারে সংযোগ সড়ক থাকলেও নেই সেতু। ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাঁশের সাঁকো দিয়ে ১০ গ্রামের প্রায় ৪০ হাজার লোক প্রতিদিন পারাপার হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর ঘাটের দুই পারে সংযোগ সড়ক থাকলেও নেই সেতু। পাগলা নদীর উপরে বাঁশের সাঁকো দিয়ে ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৪০ হাজার লোক দীর্ঘদিন ধরে চলাচল করছে।

শ্যামপুর ইউনিয়নে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর মাদ্রাসা, হাজী মমতাজ আলী ডিগ্রি কলেজ, শ্যামপুর ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিস, ভূমি অফিস, চামার হাটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। পর্যটকদের দেখার মতো রয়েছে সারি সারি আম বাগান। গাড়ি চলাচলের সুবিধা না থাকায় দ্বিগুণ মজুরি দিয়ে মালামাল পারাপার করতে হয়। তাতে সময় যেমন বেশি লাগে, লাভও হয় তেমন কম। আমসহ ফসলাদি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে অনেক ক্ষতি হয়। এলাকার ছাত্র-ছাত্রীদের পারাপারের একমাত্র পথ হলো বাঁশের এ সাঁকো। বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের জন্য যা মরণ ফাঁদে পরিণত হয়। অনেক কষ্টে তাদেরকে যেতে হয় কাদা ও বাঁশের সাঁকো পার হয়ে। সেতুটি নির্মিত হলে এলাকার ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বাসিন্দারা খুবই উপকৃত হবে।

 শ্যামপুর ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, শ্যামপুরের ওমরপুর ঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে দশটি গ্রামের মানুষ যাতায়াত করে। এখানে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh