নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৫:০০ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২২, ০৫:৫৭ পিএম

ক্রেন থেকে  ‘লঞ্চিং গার্ডার’ পড়ে প্রাইভেটকারের চার যাত্রীর মৃত্যু। ছবি: সংগৃহীত

ক্রেন থেকে ‘লঞ্চিং গার্ডার’ পড়ে প্রাইভেটকারের চার যাত্রীর মৃত্যু। ছবি: সংগৃহীত

রাজধানীতে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ক্রেন থেকে  ‘লঞ্চিং গার্ডার’ পড়ে প্রাইভেটকারের চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‌ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে তোলার সময় নিচে চলন্ত একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়।

এদিকে দুর্ঘটনার পরপরই উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ক্রেনটি সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh