কুয়েতে জাতির পিতার শাহাদাতবার্ষিকী পালিত

আবু বক্কর সিদ্দীক পাভেল, কুয়েত থেকে

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৭:০৯ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২২, ০৭:২৭ পিএম

ছবি : কুয়েত প্রতিনিধি

ছবি : কুয়েত প্রতিনিধি

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভায় বাংলাদেশ থেকে প্রেরিত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এনডিসি পিএসসি।


অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি শোক জ্ঞাপন করে বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী বিশিষ্টজনেরা।

এসময় উপস্থিত  ছিলেন প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আখতার।

এছাড়াও কুয়েতে বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশি জাতীয় অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh