আফগানিস্তানে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ৩১

ডেস্ক রিপোট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১০:০৫ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২২, ১০:১০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছেন ৩১ জন। আহত হয়েছেন আরো ১৭ জন।

এছাড়া নিখোঁজ আছেন আরো অন্তত ১০০ জন। গতকাল রোববার (১৪ আগস্ট) রাত থেকে প্রবল বর্ষণ শুরু হওয়ার পর আজ সোমবার (১৫ আগস্ট) সকালে পারওয়ানের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। তাতেই এ পরিমাণ মানুষ হতাহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা বখতার নিউজ এজেন্সি।

ব্যাপকসংখ্যক হতাহতের পাশাপাশি বন্যায় পারওয়ানের তিনটি জেলায় কয়েক ডজন ঘর ভেসে গেছে। উঁচু উঁচু পর্বতে ঘেরা পারওয়ান প্রদেশে অবশ্য বছরের এই সময়ে তুমুল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রায়ই ঘটে থাকে।

আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনের দিনগুলোতে আফগানিস্তানে ৩৪টি প্রদেশের বেশিরভাগ এলাকায় আরো এমন তুমুল বর্ষণের আশঙ্কা রয়েছে।

গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৪০ জন নিহত হয়েছিলেন। তার আগের মাসে এই জনিত কারণে নিহতের সংখ্যা ছিল ১৯ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh