দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মহারাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১০:৫৬ পিএম

কেশব মহারাজ। ছবি- সংগৃহীত

কেশব মহারাজ। ছবি- সংগৃহীত

বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকার ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কেশব মহারাজ। আর বর্ষসেরা নারী ক্রিকেটার আয়াবোঙ্গা খাকা।

সব ফরম্যাট মিলিয়ে মহারাজা ৭১ উইকেট নেন। প্রোটিয়া স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেন এবং দুইবার নেন সাতটি করে উইকেট।

পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৮ টেস্টে ১৯.৩৪ গড়ে ৪৩ উইকেট নিয়ে এই ফরম্যাটে বর্ষসেরা কাগিসো রাবাদা। অলরাউন্ডার এইডেন মার্করাম টি-টোয়েন্টির বর্ষসেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চমৎকার ছিলেন এই ক্রিকেটার। মৌসুমজুড়ে তার রান ছিল ৩৯১ এবং টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে তিনে উঠে আসেন।

ওয়ানডেতে বছরের সেরা হয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান জান্নেমান মালান। এপ্রিল থেকে ১৭ ওয়ানডে খেলে দুটি হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি, গড় পঞ্চাশের একটু নিচে। 

মার্কো জানসেন বছরের সেরা আন্তর্জাতিক নবাগত খেলোয়াড় হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভক্তদের বর্ষসেরা খেলোয়াড় বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh