সোনার দামে সুসংবাদ

ডেস্ক রিপোট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০১:৪৮ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২২, ০১:৫১ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

সোনার দামে সুসংবাদ আসছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। চলতি সপ্তাহের শুরু থেকেই এ দাম কমতে শুরু করেছে।

গতকাল সোমবার (১৫ আগস্ট) প্রতি আউন্সের দরপতন হয়েছে ১ শতাংশের ওপরে। এর আগে বেশ কয়েক দিন ধরে এর দাম দেশের বাজারে বাড়ছিল। ১০ দিনে তিনবার দাম বাড়ার রেকর্ডও দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির জানায়, স্পট গোল্ডের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্স তা বিক্রি হচ্ছে ১৭৭৫ দশমিক ২০৪ ডলারে। এর আগে গত সপ্তাহে সোনার মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়।

এদিন ইউএস গোল্ড ফিউচার্সের দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৯০ দশমিক ৩০ ডলারে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ধীর হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াবে এমন আশঙ্কায় বিনিয়োগ থেকে আপাতত বিরত থাকছেন স্বর্ণে ব্যবসায়ীরা।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, স্বর্ণের বাজার বর্তমানে দোদুল্যমান অবস্থায় রয়েছে। চীনে অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh