টিপু হত্যায় ব্যবহৃত অস্ত্র-মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০১:৫৬ পিএম

 হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল সোমবার (১৫ আগস্ট) রাতে অস্ত্র-মোটরসাইকেল উদ্ধারসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের জন্য তিনজকে ও হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh