জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০২:১২ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২২, ০২:২৭ পিএম

 বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রায় পুলিশের বাধা। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রায় পুলিশের বাধা। ছবি: সাম্প্রতিক দেশকাল

জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সেখানেই এই কর্মসূচি ঘোষণা করা হয়।  

বাম জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

তিনি আরো বলেন, আমাদের এই কর্মসূচির স্লোগান হলো- ‘দাম কমাও, জান বাচাঁও’। এই দেশে ৫ শতাংশ মানুষ বেহেশতে আছে। আর ৯৫ শতাংশ মানুষ হাবিয়া নামক জাহান্নামে আছে। দেশে দুই ধরনের অর্থনীতি চলছে। একটা হচ্ছে ৫ শতাংশ মানুষের অর্থনীতি, যারা দেশের টাকা লুট করছে। আরেকটি হচ্ছে ৯৫ শতাংশ মানুষের অর্থনীতি, আমরা এই ৯৫ শতাংশ মানুষের সঙ্গে আছি।

বাম জোটের সমন্বয়ক বলেন, ভোট ডাকাতির সরকার, শেখ হাসিনার সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পুলিশকে বলব বাধা দিয়ে এই সরকারকে শেষ রক্ষা করতে পারবেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh