মৌহূর্তিক

হিজল জোবায়ের

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০২:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ছিল মেঘ, ছিল রাত্রি
ছিল উচাটন মনোবেদনা
ছিল দাবানল, ঝাঁঝাঁ রোদ্দুর
আর হিয়া থৈ-থৈ বন্যা

মৌহূর্তিক কোনো কুসুমের
ঘ্রাণে উথলায় মরা-সন্ধ্যা,
কাকবন্ধ্যা হু-হু প্রান্তর—
জুড়ে অলীক সর্পগন্ধা

আমি বামনের নামে চাঁদ চাই
তুমি বিরহের নামে কান্না,
হিম-পারদের নদী সাঁতরে
কেন মুখ লুকিয়েছ আয়নায়

তুমি তন্দ্রা? তবে ঘুম যাও।
খোদখুশি ভরা এই মৌসুম;
আমি জেগে আছি একা কফিনে,
আয় ঘুম, ঘুম, আয়, আয় ঘুম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh