সম্পত্তির দ্বন্দ্বে ছেলের গুলিতে মা খুন

ইমরান সোহেল, চট্টগ্রাম

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৬:০৬ পিএম

মাইনুল

মাইনুল

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার তার সন্তান মাইনুলের গুলিতে নিহত হয়েছেন। শামসুল আলম মাস্টারের মৃত্যুর এক মাস ২ দিনের মাথায় আজ সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পৈত্রিক সম্পত্তির ভাগাভাগির দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

৩৩ বছর বয়সী মাইনুল চট্টগ্রামের চকবাজার এলাকায় থাকেন। তিনি বিবাহিত। যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।

পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা সাম্প্রতিক দেশকালকে জেসমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কে গুলি করছে তা দেখিনাই। শুনেছি ছেলে মাইনুল গুলি করে মাকে হত্যা করেছে। সে নেশাগ্রস্ত ছিল। বাবার জীবদ্দশায়ও সে বাবা মা দুজনের অবাধ্য ছিল।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সাম্প্রতিক দেশকালকে বলেন, প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে।

গত ১৩ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার। তার বিপুল সম্পত্তি রয়েছে।

তার দুই ছেলে ও এক মেয়ে। এর মধ্যে মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে। জানা গেছে, বাবার মৃত্যুর পর থেকেই মাইনুলের অভিযোগ ছিল তার মা তাকে ও তার ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে বোনকে সব সম্পত্তি দিয়ে দেয়ার চেষ্টা করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh