ডিমের দাম এক টাকা বেশি নেওয়ায় হাজার টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৬:৫১ পিএম

ডিমের আড়তদার দেলোয়ার। ছবি: সাম্প্রতিক দেশকাল

ডিমের আড়তদার দেলোয়ার। ছবি: সাম্প্রতিক দেশকাল

নোয়াখালীর বেগমগঞ্জে ডিমের দাম এক টাকা বেশি নেওয়ায় এবং বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার চৌমুহনীতে অভিযান চালিয়ে মিতালী বেকারি ও দেলোয়ারের ডিমের আড়তে এ অর্থদণ্ড করা হয়।

নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, দেলোয়ারের ডিমের আড়তে অনেকের কাছে প্রতি হালি ডিম ৪৬ টাকার পরিবর্তে ৫২ টাকায় বিক্রি হচ্ছিল। আবার অনেকের কাছে তা ৫০ টাকায়ও বিক্রি করে সে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করায় মিতালী বেকারির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh