কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর বাস নদীতে পড়ে নিহত ৬

ডেস্ক রিপোট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- সংগৃহীত

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- সংগৃহীত

ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যকে বহনকারী একটি বাস নদীতে পড়ে ৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) কাশ্মীরের অনন্তনাগ জেলার চন্দনওয়ারি এলাকার এ দুর্ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে এই জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। ডিউটি শেষে বাসে করে গন্তব্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) দেওয়া তথ্য অনুযায়ী, বাসে থাকা ৩৯ আরোহীর মধ্যে ৩৭ জন আইটিবিপি এবং দুই জন জম্মু ও কাশ্মির পুলিশের সদস্য। পাহলগামের চন্দনওয়াড়িতে তাদের বহনকারী বাসের ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। আহতদের বিমানযোগে শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh