কারাবন্দী যুদ্ধাপরাধী আতিয়ারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০১:৫৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মো. আতিয়ার রহমান শেখ (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী মোবারক জানান, গত শুক্রবার কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, আমরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করি। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের বাবার নাম মৃত হাসান শেখ। তিনি কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসাবে ছিলেন। নিহতের সম্পর্কে কর্তৃপক্ষ সবকিছু বলতে পারবেন। আমি এর বেশি কিছু জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একজন মানবতাবিরোধীকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh