পাবনা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৩:২৯ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২২, ০৪:০৯ পিএম

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীদের দুর্ভোগ। ছবি: পাবনা প্রতিনিধি

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীদের দুর্ভোগ। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। 

গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন। 

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যায় পরতে হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করনি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা। জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা.  মো. ওমর ফারুক মীর জানিয়েছেন সারাদেশে বৈশ্বিক সমস্যা  ও লোডশেডিং কারণে পরিমাণ মতো পানি সরবরাহ করতে সমস্যা হচ্ছে। তবে পানি সরবরাহ নিশ্চিতে কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা তাদের।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh