সু চির সাথে আলোচনার কথা ভাবছে সামরিক জান্তা

ডেস্ক রিপোট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১১:৫৮ পিএম

অং সান সু চি

অং সান সু চি

অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সাথে আলোচনার কথা ভাবছেন সামরিক জান্তা।

আজ শুক্রবার (১৯ আগস্ট) দেশটির সামরিক প্রধান এ তথ্য জানিয়েছেন। 

আদালতে সু চির বিচার শেষ হওয়ার পর তার সাথে আলোচনার প্রক্রিয়া শুরু হতে পারে উল্লেখ করে জেনারেল মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, ‘তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে (আলোচনা) বিবেচনা করতে যাচ্ছি।’

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পরপরই ৭৭ বছর বয়সী সু চিকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বেশ কয়েকটি মামলায় তার ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অধিকার গ্রুপগুলোর দাবি, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকারের প্রভাবে আদালত এই দণ্ড দিয়েছে।

সু চির বিরুদ্ধে এখনও বেশ কয়েকটি মামলা চলমান আছে। মামলার শুনানির সময় কোনো সাংবাদিককে আদালতে প্রবেশ করতে দেওয়া হয়। এমনকি সু চির আইনজীবীদেরও সাংবাদিকদের সাথে কথা বলতে দেওয়া হয় না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh