মোবাইল গেমস খেলা নিয়ে বকাঝকা, অভিমানে আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৯:১৪ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২২, ০৯:২০ এএম

আত্মহত্যা: প্রতীকী ছবি।

আত্মহত্যা: প্রতীকী ছবি।

নোয়াখালীর চাটখিলে মোবাইল গেমস খেলা নিয়ে শাসন করায়, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। নিহত আশরাফুল ইসলাম (১৬) উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

গতকাল রবিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাত পর্যন্ত  ল্যাপটপে ও মোবাইলে গেমস খেলায় গত শনিবার দিবাগত রাতে ওই কিশোরকে তার মা বকাঝকা করে। এ নিয়ে অভিমান করে গতকাল রবিবার ভোর রাতের দিকে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের দাবি, মোবাইল গেমস ‘আসক্তি’ থেকে বেরিয়ে আসার জন্য চাপ দেওয়ায় সে আত্মহত্যা করে।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh