শ্বশুরবাড়িতে জমি লিজ নিয়ে গাঁজা চাষ!

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০১:৫৯ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০২:০০ পিএম

৩২টি গাঁজা গাছসহ আটক কালু শেখ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি।

৩২টি গাঁজা গাছসহ আটক কালু শেখ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩২টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব- ৬। গতকাল সোমবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার তালসার গ্রামে এ ঘটনা ঘটে।

আটক কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, কালু শেখ তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলা চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ আহসান জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজা চাষ করা হয়। 

পরে গতকাল সোমবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ওই জমি থেকে ৩২টি গাঁজার গাছসহ কালু শেখকে আটক করে র‍্যাব।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র‍্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh