‘ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০১:৫৮ পিএম

রাজধানীর একটি ফার্মেসি থেকে ওষুধ কিনছেন ক্রেতারা। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি ফার্মেসি থেকে ওষুধ কিনছেন ক্রেতারা। ছবি: সংগৃহীত

রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানো হয়নি মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। সিটি কর্পোরেশন যদি এটা বলে থাকে, তাহলে তাদের সাথে আলোচনা করা হবে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। তিনি আরো বলেন, করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতোটা গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে। সরকারি ও বেসরকারি কলেজেও বাড়ানো হবে। রিসার্চের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ডিএসসিসি জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করতে হবে।

আরো বলা হয়, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সাথে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh