ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১০:৩৫ এএম

পাকিস্তানে বন্যায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। ছবি: পাকিস্তান আইএসপিআর

পাকিস্তানে বন্যায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। ছবি: পাকিস্তান আইএসপিআর

ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটছে। এ কারণে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার।

সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দেশের বন্যা পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে বন্যা সংকট মোকাবিলায় জাতীয় চেতনার প্রয়োজন।

সম্প্রচারমন্ত্রী মরিয়ম বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, জুনের মাঝামাঝি থেকে পাকিস্তানে চলছে প্রবল বৃষ্টিপাত। এ কারণেই দেশটিতে দেখা দিচ্ছে ভূমিধ্বস ও বন্যা। এরই মধ্যে মারা গেছেন ৯০০ জনের বেশি মানুষ ও আহত হয়েছেন এক হাজার ২৯৩ জন।

বেশির ভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে দক্ষিণ সিন্ধু এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে। এ এলাকায় প্রবল বৃষ্টি ও বন্যার কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন।

এরই মধ্যে সরকারি-বেসরকারিভাবে তৈরি করা আশ্রয়শিবিরগুলোতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বলেছে, সেনারা সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব ও কেপিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।

হতাহতের ঘটনা ছাড়াও কমপক্ষে চার লাখ ৯৫ হাজার ২৫৯টি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় যোগাযোগ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। এরইমধ্যে তিন হাজার ৩৭ কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এবং ১৩০টি সেতু বন্যার পানিতে ভেসে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh