আগামী ৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০২:০১ পিএম

গোতাবায়া রাজাপাকসে

গোতাবায়া রাজাপাকসে

সরকারবিরোধী আন্দোলনের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী ৩ সেপ্টেম্বর নিজের মাতৃভূমিতে ফিরতে পারেন।

রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়াঙ্গা বীরাতুঙ্গা এমন ইঙ্গিত দিয়েছেন বলে নিউজ ফার্স্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গণ-আন্দোলনের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে যান গোতাবায়া। সেখান থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

সিঙ্গাপুরে প্রায় এক মাস থাকার পর অস্থায়ী বসবাসের জন্য গত ১১ আগস্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে যান গোতাবায়া।

থাইল্যান্ড থেকে ২৪ বা ২৫ আগস্ট গোতাবায়া ফিরতে পারেন বলে শুরুতে জানিয়েছিলেন রাশিয়ায় শ্রীলঙ্কার সাবেক দূত বীরাতুঙ্গা, তবে সর্বশেষ তিনি জানিয়েছেন, খুব সম্ভবত ৩ সেপ্টেম্বর ফিরছেন সাবেক প্রেসিডেন্ট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh