যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ভেনিজুয়েলার তেল নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৩:০৪ পিএম

তেলবাহী চীনা জাহাজ। ছবি: রয়টার্স

তেলবাহী চীনা জাহাজ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলা থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল নিতে দেশটির এক প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে চীন। বেজিংয়ের বিলিয়ন ডলার ঋণ পরিশোধের চুক্তির অংশ হিসেবে এ তেল নেবে চীন।

তিনটি সূত্র ও ট্যাংকার ট্রেকারের তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ওয়াশিংটন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জোরদারের পর দেশটি থেকে তেল আনা বন্ধ করে দেয় চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপসি)। তবে ভেনিজুয়েলা মালয়েশিয়ান ব্যবসায়ীদের ব্যবহার করে চীনে তেল পাঠানোর পথ খুঁজে বের করে।

চীনের অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ২০২০ সালের নভেম্বর থেকে তিন ট্যাংকার দিয়ে ভেনিজুয়েলার তেল বহন করছে। ট্যাংকারগুলো পেট্রোচায়নার কাছ থেকে আনা হয়েছে।

প্রতিরক্ষার প্রতিষ্ঠানটির ১৩টি কার্গো মোট ২৫ মিলিয়ন ব্যারেল তেল বহন করে চীনে যাচ্ছে। এর মধ্যে দুটি জাহাজ রয়েছে। তারা আগামী সেপ্টেম্বরে চীনে পৌঁছাবে।

এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh