টেকনাফে নৌকায় মিলল এক লাখ ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৪:৪৪ পিএম

নৌকা থেকে উদ্ধারকৃত ইয়াবা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

নৌকা থেকে উদ্ধারকৃত ইয়াবা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা না গেলেও জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিন নৌকা ও ৮০ কেজি জাল।

আজ শুক্রবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নৌ- ঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শাহ পরীর দ্বীপ নৌ ঘাটে বাঁধা নৌকাগুলোতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইঞ্জিন চালিত একটি নৌকার পাটানতলে বিশেষ কায়দায় লুকানো একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১ লাখ পিস নেশাজাতক ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ মন জাল ও একটি নৌকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে জমুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh