নুডলস খেতে গিয়ে শিশুর গলায় আটকে গেল সেফটিপিন

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৫:০১ পিএম

এক্স-রে করানো হলে প্রতিবেদনে সেফটিপিন দেখা যায়। ছবি: নাটোর প্রতিনিধি

এক্স-রে করানো হলে প্রতিবেদনে সেফটিপিন দেখা যায়। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নুডলস খেতে গিয়ে জিদনী (৩) নামের এক শিশুর গলায় সেফটিপিন আটকে গেছে বলে জানা গেছে। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন, ওই শিশুর চাচাত ভাই হাসান আলী। 

রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট শফিকুল ইসলাম বলেন, আজ শুক্রবার (২৬ আগস্ট) এক্স-রে করানো হয়। এসময় প্রতিবেদনে সেফটিপিন দেখা যায়। শিশুর স্বজনের সাথে কথা বলে জানতে পারি নুডলসের মধ্যেই নাকি ছিল। নুডলস খাওয়ানোর সময় ভুলবশত সেফটিপিন চলে যায়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড় বাডকয়া এলাকায় এ ঘটনা ঘটে। জিদনী উপজেলার বড় বাডকয়া এলাকায় শফিকুল ইসলাম ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা জুলেখা বেগম নুডলস খাওয়ানোর সময় অসাবধানতাবশত শিশুটির গলায় সেফটিপিন আটকে যায়। এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেফটিপিনটি বের করা না গেলেও শিশুটি বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে।

শিশু জিদনীর ভাই হাসান আলী জানান, নুডলস খাওয়ানোর সাথে সাথে গলায় কী যেন আটকে যায়। সে তৎক্ষণাৎ বমি ও ক্রমাগত অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে এখানকার চিকিৎসকরা সেফটিপিন বাহির করার মেশিন না থাকায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh