বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

ভৈরব প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৫:১৯ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২২, ০৬:২৭ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে মৃত স্বজনদের আর্তনাদ। ছবি: ভৈরব প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত স্বজনদের আর্তনাদ। ছবি: ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হরিজন কলোনির গণেশ লাল হরিজনের ছেলে ৩৫ বছর বয়সী মিলন লাল হরিজন, জনি লাল হরিজনের ছেলে ১৬ বছরের সুদর্শ কুমার দেব দিবু ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে ২২ বছরের মো. মোবারক।

আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে ৩৫ বছরের আব্দুল্লাহ মিয়া, হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে ১৪ বছরের সানি রায় ও একই এলাকার চন্দন রায়ের ছেলে ১৩ বছরের সকাল রায়।

স্থানীয়রা জানায়, দুপুরে হরিজন কলোনিতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এসময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লেগে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন বলেন, দুপুরে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতরে নেয়া হচ্ছিল। খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যান।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh